অনলাইন ডেস্ক
১৪ নভেম্বর, ২০২৪
হাজি সেলিমের ছেলে সোলায়মান গ্রেপ্তার
ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে চকবাজার থানা পুলিশ।
সোলায়মান সেলিম ঢাকা-৭ আসনের সাবেক এমপি হাজি সেলিমের বড় ছেলে। হাজি সেলিম কিছুদিন আগে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
চকবাজার থানার ওসি রেজাউল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া একটার দিকে চকবাজার থানার একটি টিম সোলায়মান সেলিমকে গ্রেপ্তার করে।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এমপি সোলায়মান সেলিম গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান।
পিডিএস/এমএইউ
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন