reporterঅনলাইন ডেস্ক
  ১২ নভেম্বর, ২০২৪

বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য শম্ভু গ্রেপ্তার

ফাইল ছবি

বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১১ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তার ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ শম্ভুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে ডিবি কার্যালয়ে আনা হচ্ছে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম আরও জানান, মঙ্গলবার (১২ নভেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হবে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সাবেক এমপি,বরগুনা ১ আসন,শম্ভু,গ্রেপ্তার
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close