পেটের ভেতর ৩০৮০ পিস ইয়াবা নিয়ে এয়ারপোর্টে ধরা যুবক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ৩০৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পেশাদার মাদক কারবারি চক্রের ১ জন সক্রিয় সদস্যকে আটক করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন ।
শুক্রবার (৮ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের নতুন রাডার বিল্ডিং এর পূর্ব পাশ থেকে অভিযুক্ত মোঃ জুয়েল মিয়া (৩৩) আটক করা হয়। তার কথাবার্তা সন্দেহজনক মনে হলে তাকে এএপি অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ ও তার দেহ তল্লাশি করা হয়।
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জুয়েল মিয়া জানান তার পেটে তিনি ইয়াবা ট্যাবলেট বহন করছেন। ইয়াবাগুলো কয়েকভাগে ভাগ করে কালো টেপে মুড়িয়ে কলার সাথে সেবন করেন তিনি। পরে বাংলাদেশ এয়ারলাইন্সে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পরিবহন করে আনেন।
ডাক্তারের পরামর্শে প্রাকৃতিকভাবে জুয়েল মিয়ার পেট থেকে ৭১ টি ডিম্বাকৃতির কালো টেপ দ্বারা মোড়ানো ইয়াবা ট্যাবলেটের পোটলা উদ্ধার করা হয়। মোড়ানো পোটলা খুলে ৩০৮০ পিস ইয়াবা পাওয়া যায়, যার ওজন ৩০৮ গ্রাম।
অভিযুক্ত জুয়েল মিয়ার বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) এর ১০(খ) ধারার অপরাধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়। তিনি দীর্ঘদিন ধরে অবৈধ পন্থায় মাদক ব্যবসা করে আসছিল।
এদিকে পাকস্থলীতে অধিক পরিমাণে অস্বাভাবিক ও ভারী বস্তু বহনের কারণে অভিযুক্ত আসামী অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের পরামর্শে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার শারীরিক অবস্থা বর্তমানে স্বাভাবিক আছে।
পিডিএস/এমএইউ