reporterঅনলাইন ডেস্ক
  ০২ নভেম্বর, ২০২৪

মিরপুরে সেনা-পুলিশের গাড়িতে আগুনের ঘটনায় আটক ৩

ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুর-১৪ নম্বর ও কচুক্ষেতে বিশৃঙ্খলা সৃষ্টিসহ সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার (১ নভেম্বর) রাজধানীর ভাষানটেক এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা হলেন রিফাত, হৃদয় ও ইয়াসিন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনীর সাঁড়াশি অভিযানের মাধ্যমে শুক্রবার তিনজনকে ভাষানটেক থেকে আটক করা হয়। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম সম্পন্নের জন্য তাদের থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আইএসপিআর জানায়, পরিকল্পিতভাবে সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়া, জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং সরকারি সম্পদ বিনষ্টকারী এই দুষ্কৃতকারীদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার কচুক্ষেত এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে একটি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় সেনাবাহিনীর একটি গাড়ি এবং পুলিশের লেগুনায় আগুন দেওয়া হয়েছে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন দুজন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সেনাবাহিনী,গাড়িতে আগুন,আটক
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close