মীর আসলাম, রাউজান (চট্টগ্রাম)

  ০২ অক্টোবর, ২০২৩

রাউজানের হলদিয়া ইউনিয়ন

গৃহবধূকে হত্যার পর বিষপান বলে প্রচার, ঘরে মাকে রেখে পালিয়েছেন স্বামী

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজানের হলদিয়া ইউনিয়নে নুরজাহান আকতার নামে এক গৃহবধূকে শ্বাস রোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী এনামুল হকের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় হত্যা মামলা করা হবে বলে জানিয়েছেন নুরজাহানের বাবা হাসান আলী। রবিবার (১ অক্টোবর) রাতে স্বামীর ঘর থেকে নুরজাহানের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিযুক্ত এনাম হলদিয়া ইউনিয়ন পষিদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের জানিপাথর এলাকার জাবেদ আলীর ছেলে। হত্যার শিকার গৃহবধূ নুর জাহান জেলার ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের হাসান আলীর মেয়ে।

পাড়ার লোকজন জানান, গৃহবধূ নুরজাহান বিষপান করেছেন বলে প্রথমে প্রচার করে এনামুলের পরিবার। তবে ঘটনার পর থেকে স্বামী এনাম বাড়ি ছেড়ে পালিয়ে যান। ঘরে ছিলেন তার মা। পরে এনামের মাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ। পাড়ার লোকজন ও স্থানীয় চেয়ারম্যানের ধারণা, মারধর করার পর বালিশ চাপা দিয়ে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

গৃহবধূর স্বামীর বাড়ির প্রতিবেশিরা জানিয়েছে, রবিবার দুপুরের দিকে হত্যাকাণ্ডের পরে ঘর থেকে পালিয়ে যান এনামুল। পাড়ার লোকজন সন্ধ্যার আগে এই ঘটনা বুজতে পারে। পরে স্থানীয় ইউপি সদস্য ফিরোজ আহমদকে জানায় তারা। তিনি বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলামকে অবহিত করেন। পরে চেয়ারম্যান বিষয়টি থানায় জানালে নিজের কক্ষ থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

জানতে চাইলে হলদিয়া ইউপিন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম বলেন, ‘রবিবার দুপুর ২টার দিকে স্থানীয় মেম্বার ফিরোজের কাছে এই ঘটনা শুনি। তিনি ওই পরিবারের সাথে যোগাযোগ করে আমাকে বলেছিলেন, বিষ পান করেছে ওই নারী। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি ওই গৃহবধূর নিতেজ দেহ বিছানায় পড়ে আছে। প্রত্যক্ষদর্শী পাড়ার মহিলাদের কাছে জানতে পারি, তার শরীরের বিভিন্নস্থানে নির্যাতনের চিহ্ন রয়েছে। তার মরদেহ যেই বিছানায় ছিল সেই বিছানার বালিশ ও চাদর উল্টানো অবস্থায় দেখা গেছে।’

গৃহবধূ নুরজাহানের মৃত্যু বিষয়ে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, গৃহবধূকে তার স্বামী হত্যা করেছে এমন অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠাই। ওই পরিবারের সব সদস্য পালিয়ে গেলেও ঘরে অবস্থানকারী এনামের মাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এই ঘটনায় স্বামী এনামুলের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে অভিযোগপত্র দিয়েছে গৃহবধূর বাবা। ময়নাদতন্ত প্রতিবেদনের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চট্টগ্রাম,রাউজান,হত্যা,পলাতক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close