সাভার (ঢাকা) প্রতিনিধি

  ০২ অক্টোবর, ২০২৩

সাভারে শিশুকে ধর্ষণ চেষ্টা

তাড়ি পানে অচেতন শিশুকে লুকিয়ে রাখা হয়েছিল র‌্যাকে, উদ্ধার করেন মা

ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে তাড়ি পান করিয়ে এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আরিফ (৪০) নামে এক ভ্যানচালককে গ্রেপ্তার করেছে সাভার মডলে থানা-পুলিশ। তার ৫ দিনের রিমান্ড চেয়ে সোমবার (২ অক্টোবর) দুপুরে আদালতে সোপর্দ করা হয়। এর আগে রবিবার (১ অক্টোবর) ভুক্তভোগী শিশুর মায়ের করা মামলায় আরিফকে গ্রেপ্তার করা হয়। অচেতন শিশুকে তার ঘরের একটি র‌্যাকে লুকিয়ে রাখা অবস্থায় উদ্ধার করেন তার মা। ভুক্তভোগী শিশুট রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গ্রেপ্তার আরিফ সাভারের ছায়াবিথী এলাকায় ভ্যান চালান।

শিশুর পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুর থেকে মেয়েকে খুঁজে পাচ্ছিলেন না মা। পরে আরিফের ঘরের সামনে মেয়ের জুতা দেখে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করেন তিনি। শিশুটিকে র‌্যাকের ভেতর লুকিয়ে রেখেছিলেন আরিফ। পরে তাকে সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসক।

সাভার মডলে থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম বলেন, ‘আমি শিশু, শিশুর পরিবার ও অভিযুক্ত ব্যক্তির সঙ্গে কথা বলেছি। প্রাথমকিভাবে ধর্ষণ চেষ্টার আলামতই পেয়েছি। মেয়েটিকে তাড়ি পান করিয়ে অচতেন করে লুকিয়ে রেখেছিল আরিফ। ধর্ষণ করার আগেই শিশুটির মা গিয়ে হাজির হন।’

এসআই শহীদুল বলেন, প্রাথমকিভাবে অপহরণ ও ধর্ষণচেষ্টার মামলা করা হয়েছে। শিশুর শারীরিক পরীক্ষাও করা হয়েছে। প্রতিবেদনে ধর্ষণের প্রমাণ পেলে মামলাটি ধর্ষণ মামলা হবে।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঢাকা,সাভার,ধর্ষণ চেষ্টা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close