
০২ ফেব্রুয়ারি, ২০২৩
একাত্তরে মানবতাবিরোধী মামলার পলাতক আসামি গ্রেপ্তার

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আব্দুল মজিদকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে মাদারীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) র্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আব্দুল মজিদ দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন। আজ দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
এর আগে সোমবার (৩০ জানুয়ারি) রাতে রাজধানীর দক্ষিণখান ও আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি নকিব হোসেন আদিল সরকার ও মোখলেসুর রহমান মুকুলকে গ্রেপ্তার করা হয়েছিল।
পিডিএস/মীর
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন