নিজস্ব প্রতিবেদক

  ০৯ সেপ্টেম্বর, ২০২২

রাজধানীতে ২৯ ছিনতাইকারী গ্রেপ্তার 

ছবি : প্রতিদিনের সংবাদ

রাজধানীর বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে ২৯ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) র‌্যাব-৩-এর স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীতে ছিনতাইকারীর উৎপাত বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার কমলাপুর, শাহজাহানপুর, মতিঝিল, মুগদা, পল্টন, হাতিরঝিল ও তেজগাঁও এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৯ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। তারা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দেশি অস্ত্র জব্দ করা হয়েছে।

ছিনতাইকারীদের তৎপরতার বিষয়ে র‌্যাব কর্মকর্তা ফারজানা হক বলেন, ঢাকার বিভিন্ন এলাকায় প্রতিদিন অসংখ্য যাত্রী ও পথচারী ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব হারাচ্ছেন। কেউ কেউ ছুরিকাঘাত ও বিভিন্নভাবে আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। ছিনতাইকারীদের কবলে পড়ে জীবন হারানো ঘটনাও আছে অনেক।

তিনি বলেন, বৃহস্পতিবার রাত আটটার দিকে কমলাপুর এলাকা থেকে এক নারীর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে দৌঁড়ে পালানোর সময় আরিফ হোসেন নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে গ্রেপ্তার অন্য ছিনতাইকারী হলেন- মো. ইসলাম, মো. বাবু, মো. টিটু, মো. শরিফ, নুরে আলম, মো. মুরাদীল মুস্তাকিম, মো. জালাল, হৃদয়, মো. হোসেন, মো. জয়, মো. সুমন, ইয়াছিন রাব্বি, টিটু, মো. পরান, রাসেল, মো. জীবন সরদার, মো. শুক্কুর, সাগর হোসেন, মাসুম খান, মিহির তালুকদার, মো. হোসেন, মো. ফারুক, মো. মেহেদী হাসান রানা, মো. সুজন, জুলহাস, কবির হোসেন, দেওয়ান আলী ও তৌহিদ হাওলাদার।

এ সময় তাদের কাছ থেকে ১৮টি মুঠোফোন, ৭টি সুইচ গিয়ার, ২টি অ্যান্টিকাটার, ৬টি ব্লেড, ১টি কাঁচি, চাকু, ক্ষুর, বিষাক্ত মলমের কৌটা, সোনার চেইন ও ৩২৪ টাকা জব্দ করা হয়।

আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ফারজানা হক বলেন, রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ড, রেলস্টেশন এলাকায় ছিনতাইকারীরা যাত্রীদের লক্ষ্যবস্তু বানিয়ে কখনো তাদের দেশি অস্ত্রের মুখে জিম্মি করে, আবার কখনো চেতনানাশক ওষুধ মিশিয়ে খাইয়ে সব কেড়ে নেন।

ভিড়ের মধ্যে যাত্রীদের চোখে–মুখে মলম, মরিচের গুঁড়া বা বিষাক্ত স্প্রে করে যাত্রীদের যন্ত্রণায় কাতর করে সব কেড়ে নেন। এ ছাড়া সংঘবদ্ধ ছিনতাইকারীরা রাজধানীর বিভিন্ন অলিগলিতে ওৎ পেতে থাকেন। সুযোগ পেলেই তারা পথচারী, রিকশার আরোহী, যানজটে থাকা সিএনজি, অটোরিকশার যাত্রীদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে সব কেড়ে নেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাজধানী,ছিনতাইকারী গ্রেপ্তার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close