reporterঅনলাইন ডেস্ক
  ১৮ আগস্ট, ২০২২

রাজধানীতে ওয়ার্কশপকর্মী কিশোর ছুরিকাঘাতে নিহত

ফাইল ছবি

রাজধানীর শাহজাহানপুরের রেলওয়ে কলোনিতে ছুরিকাঘাতে মারুফ নামের কিশোর নিহত হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে বুধবার (১৭ আগস্ট) রাতে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মারুফ রাজারবাগ মোড়ে গাড়ির ওয়ার্কশপে কাজ করত। সে মুগদার মানিকনগর এলাকায় মামার বাসায় থাকত। তার গ্রামের বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলার জয়পুরা গ্রামে।

কিশোরকে ঢামেকে নিয়ে আসা বন্ধু মো. আমির হোসেন জানান, শাহজাহানপুর রেলওয়ে কলোনির পুরাতন থানার সামনের রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল মারুফ। তাকে রাত সাড়ে ৯টার দিকে ঢামেকে আনা হয়। সেখানে চিকিৎসক কিশোরকে মৃত বলে জানান।

কে বা কারা মারুফকে আঘাত করেছে, সে বিষয়ে কিছু জানাতে পারেনি আমির।

মামি শিউলি আক্তার জানান, তার ভাগনে মারুফ গাড়ির ইঞ্জিনের মিস্ত্রি ছিল। মা মারা যাওয়ার পর তার কাছেই মানুষ হয়। রাতে বন্ধুবান্ধবের কাছ থেকে খবর পেয়ে ঢামেকে এসে মারুফের মরদেহ দেখতে পান।

ঢামেক পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল করিম জানান, মারুফের বুকে দুটি ও হাতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি আরও জানান, ছুরিকাঘাতে কিশোর খুন হওয়ার বিষয়টি শাহজাহানপুর থানাকে জানানো হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাজধানী,শাহজাহানপুর,ওয়ার্কশপ কর্মী,কিশোর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close