reporterঅনলাইন ডেস্ক
  ১৯ মে, ২০২২

চাঁদাবাজি করতে গিয়ে দেলোয়ার হোসেন সাঈদী আটক

প্রতীকী ছবি

মন্ত্রীর নাম ভাঙিয়ে চাঁদাবাজি নতুন কিছু নয়, এবার তেমনই এক ঘটনা ঘটেছে রাজধানী ঢাকায়। তার নাম দেলোয়ার হোসেন সাঈদী ওরফে সাহেদী হোসেন। তিনি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহসভাপতি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে তাকে আটক করে র‍্যাব।

বৃহস্পতিবার (১৯ মে) ভোরে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান। এ সময় তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ব্যবহারকারী চাঁদাবাজ ও শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার হোসেন সাঈদীকে অস্ত্র, গুলি ও মাদকসহ আটক করেছে র‍্যাব-৩।

এদিকে একই অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়েরকে আটকের তথ্য শোনা গেলেও বিষয়টি এখনো নিশ্চিত করেনি আইনশৃঙ্খলা বাহিনী।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঢাকা মহানগর,ছাত্রলীগ,সহসভাপতি,চাঁদাবাজি,র‌্যাব
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close