reporterঅনলাইন ডেস্ক
  ৩০ অক্টোবর, ২০২১

পাচারকারীর হাত থেকে বাঁচল ২৩ তরুণী

ফাইল ছবি

সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়িতেও থামছে না পাচারকারী চক্রের দৌরাত্ম। একের পর এক ঘটেই চলেছে নারী পাচারের ঘটনা। শুক্রবার (২৯ অক্টোবর) ২৩ তরুণীকে পাচারকালে র‌্যাবের হাতে আটক হয়েছেন চক্রের হোতাসহ ১১ জন।

র‍্যাব-৪-এর কোম্পানি কমান্ডার মেজর কামরুল শুক্রবার রাতে এত তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার সন্ধ্যা থেকে রাজধানীর মিরপুর, উত্তরা ও তেজগাঁও এলাকা থেকে অভিযান চালিয়ে বিদেশে পাচার হতে যাওয়া ২৩ জন নারীকে উদ্ধার করা হয়। তারা ভারত ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাচার হচ্ছিলেন। এসময় পাচার চক্রের সঙ্গে জড়িত অন্যতম হোতাসহ ১১ পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে প্রাথমিকভাবে গ্রেপ্তার পাচারকারীদের নাম-পরিচয় জানাতে রাজি হয়নি র‌্যাব।

শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছিল বলে জানায় র‍্যাব। এ বিষয়ে আজ (৩০ অক্টোবর) শনিবার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান মেজর কামরুল।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মধ্যপ্রাচ্য,পাচারকারী,২৩ তরুণী,উদ্ধার,র‌্যাব
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close