reporterঅনলাইন ডেস্ক
  ১৯ অক্টোবর, ২০২১

সাম্প্রদায়িক হামলায় সারা দেশে ৭১ মামলা, গ্রেপ্তার ৪৫০

ধর্মকে পুঁজি করে সারা দেশে সম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে দিচ্ছে কতিপয় দুর্বৃত্ত। এদের কেউ কেউ ইতোমধ্যে গ্রেপ্তার হলেও অনেকেই রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। তবে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে, মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পিআর মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে প্রতিদিনের সংবাদকে জানান, কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে সারাদেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপ, মন্দির ও হিন্দু জনপদে ‘সাম্প্রদায়িক হামলা’র ঘটনায় এখন পর্যন্ত ৭১টি মামলা দায়ের হয়েছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে ৪৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ওই কর্মকর্তা আরো বলেন, মণ্ডপকেন্দ্রিক অপ্রীতিকর ঘটনায় এ পর্যন্ত ৭১টি মামলা হয়েছে। আরও কিছু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে ৪৫০ জনকে আটক করা হয়েছে, আটকের সংখ্যা আরও বাড়তে পারে। তাছাড়া অপরাধীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ধর্মীয় উসকানি,সাম্প্রদায়িক হামলা,রংপুর,কুমিল্লা,মামলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close