reporterঅনলাইন ডেস্ক
  ১৭ অক্টোবর, ২০২১

ক্যাসিনো সম্রাটের অর্থপাচারের প্রমাণ পেয়েছে সিআইডি

ফাইল ছবি

ক্যাসিকাণ্ডের হোতা ও যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, খালেদ মাহমুদ ভুঁইয়া এবং বহিষ্কৃত কমিশনার মোমিনুল হক সাঈদের বিরুদ্ধে অর্থপাচারের প্রমাণ পেয়েছে সিআইডি। এ সংক্রান্ত একটি প্রতিবেদন এরই মধ্যে আদালতে পৌঁছে দেওয়া হয়েছে।

রবিবার (১৭ অক্টোবর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চে এই প্রতিবেদন দাখিল করা হবে বলে নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

সিআইডির দেওয়া ওই প্রতিবেদনে বলা হয়, পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ উদ্ধারের কাজ করছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। অর্থপাচারের উপর দেওয়া প্রতিবেদনে নাম রয়েছে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, খালিদ মাহমুদ ভুইয়া, এনামুল হক আরমান, রাজীব হোসেন রানা, জামাল ভাটারা, মোমিনুল হক সাঈদ, শাজাহান বাবলুর।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ক্যাসিনোকাণ্ড,সম্রাট,খালেদ,অর্থপাচার,প্রমাণ,সিআইডি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close