reporterঅনলাইন ডেস্ক
  ১৪ অক্টোবর, ২০২১

রাজধানীতে আইস-ইয়াবাসহ জামাই-শাশুড়ি ধরা

ছবি : সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে কোটি টাকার মাদক আইস-ইয়াবাসহ জামাই ও শাশুড়িকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে তাদের আটক করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মেট্রো (উত্তর) অঞ্চলের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান।

তিনি জানান, সকাল ১০টার পর ধানমন্ডি সার্কেল ইন্সপেক্টর মো. সাজেদুর রহমানের নেতৃত্বে ধানমন্ডি এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই বাসা থেকে আরাফাত খাতুন ও তার মেয়ে জামাই রবিনকে আটক করা হয়।

তিনি আরো জানান, এর আগে আইস মাদক সেবন ও রাখার দায়ে যাদেরকে আটক করা হয়েছিল, তাদের দেয়া তথ্যের ভিত্তিতে এই দুইজনকে আটক করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, সম্প্রতি এদেশে একশ্রেণির ক্রেতার কাছে তা বেশ জনপ্রিয়তা লাভ করে। তারই অংশ হিসেবে অবৈধ মাদক ব্যবসায়ীরা আইস ব্যবসার সঙ্গে ঝুঁকে পড়ে। তারা বিভিন্ন স্থানে গোপনে, এমনকি অনলাইনের মাধ্যমেও এ ব্যবসা করে আসছে। এ বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে বলেও জানায় কর্তৃপক্ষ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাজধানী,ধানমণ্ডি,মাদক আইস,জামাই-শাশুড়ি,আটক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close