reporterঅনলাইন ডেস্ক
  ১৬ সেপ্টেম্বর, ২০২১

ইভ্যালির রাসেল ও শামীমার বিরুদ্ধে গ্রাহকের মামলা

বহুল আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন ভুক্তভোগী এক গ্রাহক।

বুধবার দিবাগত গভীর রাতে গুলশান থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে এনে মামলাটি করেন আরিফ বাকের নামের এক ব্যক্তি। মামলায় অগ্রিম টাকা দিয়েও নির্ধারিত সময়ের পরেও পণ্য না পাওয়ার অভিযোগ আনা হয়।

ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এজহারের বিবরণ দিয়ে তিনি বলেন, গত মে ও জুনে আরিফ বাকের চমকপ্রদ বিজ্ঞাপণে আকৃষ্ট হয়ে পণ্য নিতে ইভ্যালিকে ৩ লাখ ১০ হাজার ৫৯৭ টাকা প্রদান করেন। এসব অর্থ অনলাইন ব্যাংকিং ও ব্যাংকের কার্ডের মাধ্যমে পরিশোধ করা হয়। ৭ থেকে ৪৫ দিনের মধ্যে পণ্য সরবরাহ করার কথা থাকলেও বারবার প্রতিষ্ঠানটিতে ধর্ণা দিয়েও পণ্য পাননি ওই গ্রাহক।

মামলায় ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান ও তার স্ত্রী শামীমা নাসরিন ছাড়াও প্রতিষ্ঠানটির আরো কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলায় ই-কমার্স প্রতিষ্ঠানটির দুই কর্ণধারের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মামলা,ইভ্যালি,শামীমা নাসরিন,মোহাম্মদ রাসেল,ই-কমার্স প্রতিষ্ঠান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close