ধামরাই (ঢাকা) প্রতিনিধি

  ১৮ মে, ২০২১

চাঁদার টাকা না পেয়ে প্রবাসীকে কুপিয়ে হত্যার চেষ্টা

বাড়িঘর ভাঙচুর, টাকা ও স্বর্ণালংকার লুট

ঢাকার ধামরাইয়ে চাঁদার টাকার দাবিতে লেবানন প্রবাসী রজ্জব আলীকে কুপিয়ে গুরুতর জখম করেছে এনজের শিকদার বাহিনী। পরে রজ্জবের বাড়িঘর ভাঙচুর করে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় রজ্জব আলীর ভাই ইউছুর আলী বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন বলে জানা গেছে।

সোমবার রাতে উপজেলার রোয়াইল ইউনিয়নের চরসুঙ্গরে এমন ঘটনা ঘটেছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে যেকোনো সময় বড় ধরণের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে ধারণা এলাকাবাসীর।

রোয়াইল ইউনিয়নের ইউপি সদস্য গর্জন আলী বলেন, এনজের এলাকায় ত্রাস করে বেড়ায়। তার বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায় না। রজ্জবের কাছে দাবি করার টাকা না পেয়ে তাকে মেরে রক্তাক্ত ও জখম করেছে। এনজের রজ্জবদের দোকানও ভাঙচুর করেছে। তার মায়ের গলার স্বর্ণের চেইন ও নগদ টাকা নিয়ে গেছে। এমন লোকের শাস্তি চায়।

ধামরাই থানার ওসি আতিক হোসেন বলেন, যারা এমন সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। ধামরাই থানায় কোনো ধরণের সন্ত্রাসী থাকবে না। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভাঙচুর,ধামরাই,চাঁদা দাবি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close