চুয়াডাঙ্গা প্রতিনিধি

  ২৮ ফেব্রুয়ারি, ২০২১

চুয়াডাঙ্গায় সোনাসহ প্রায় ২ কোটি টাকার মাদক আটক

বর্ডার গার্ড বাংলাদেশ চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়ন (বিজিবি) গত একসপ্তাহে সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কোটি ৬২ লাখ ৫৫ হাজার ২৯২ টাকার সোনার বার ও বিভিন্ন মাদকসহ চারজনকে আটক করেছে।

চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের (বিজিবি) পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান পিএসসি একপ্রেস বিজ্ঞপ্তি জানান, তার সার্বিক দিক-নির্দেশনায় গত ২১ ফেব্রুয়ারি রোববার থেকে ২৭ ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত একসপ্তাহে এক কোটি ৬২ লাখ ৫৫ হাজার ২৯২ টাকার সোনার বার ও বিভিন্ন মাদকসহ চারজনকে আটক করেছে।

তিনি আরও জানান, আটক মালামালের মধ্যে রয়েছে সোনার বার দুই কেজি ৪১৬ গ্রাম, ২৫১ বোতল ফেনসিডিল, ২১ কেজি গাঁজা, ১০৯ বোতল মদ, হেরোইন, বিভিন্ন প্রকার যৌন উত্তেজক ঔষধ, মোবাইল ফোন, নগদ টাকা ইত্যাদি।

আটকৃত মালিকবিহীন চোলাচালানী মালামাল দর্শনা কাস্ট¤স অফিসে জমা করা হয়েছে এবং মালিকসহ আটক চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্যসহ দর্শনা ও মেহেরপুর থানায় আসামিদের হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আটক,মাদক,চুয়াডাঙ্গা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close