টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

  ১৮ অক্টোবর, ২০২০

চাঁদার দাবিতে ব্যবসায়ীকে গুলি, আটক ১

গাজীপুরের টঙ্গীতে চাঁদার দাবিতে এক ব্যবসায়ীকে গুলি করে আহত করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৯টায় মিলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিতে আহত হওয়া ব্যক্তি হাসান (৩০)। তিনি মিলগেট এলাকায় তুলার ব্যবসা করে আসছিলেন। আহত অবস্থায় রাতে হাসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় স্থানীয়রা হুমায়ুন কবির (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। হুমায়ুন লক্ষ্মীপুর জেলার বশিকপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে মসজিদের উন্নয়নের কথা বলে হাসানের মুঠোফোনে কয়েক লাখ টাকা চাঁদা (দান) চাওয়া হয়। তিনি চাঁদা দিতে রাজি না হলে শনিবার রাতে হুমায়ুন কয়েকজনকে নিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে আসেন। এক পর্যায়ে তাদের কাছে থাকা পিস্তল থেকে দুই রাউন্ড গুলি ছুড়লে হাসান গুলিবিদ্ধ হন। পরে দুর্বৃত্তরা পালাতে চেষ্টা করলে স্থানীয়রা একজনকে ধরে ফেলেন।

টঙ্গী পশ্চিম থানা পুলিশের পরিদর্শক (ওসি) এমদাদুল হক বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চাঁদা,টঙ্গী,গুলি,ব্যবসায়ী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close