কক্সবাজার প্রতিনিধি

  ১৬ এপ্রিল, ২০২০

টেকনাফের নুরুন্নবী বাহিনীর প্রধানসহ ৫ রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র ও কার্তুজসহ টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের অন্যতম সন্ত্রাসী বাহিনী নুরুন্নবী বাহিনীর প্রধানসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার বিকালে উখিয়ার মরিচ্যা পুলিশের চেকপোস্টে গাড়ি তল্লশিকালে ৩ জন লোক হেটে টচেকপোস্ অতিক্রম হওয়ায় সময় সন্দেহজনক তল্লাশী করা হয়। এসময় তারা রোহিঙ্গা বলে স্বীকার করে এবং তাদের কাছ থেকে ৮টি কার্তুজ উদ্ধার করে পুলিশ।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাতে উখিয়া-টেকনাফের অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, উখিয়া থানার ওসি মর্জিনা আকতার মজিয়া, ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদারের নেতৃত্বে একদল পুলিশ টেকনাফ নয়াপাড়া মুছনি ক্যাম্পে অভিযান চালায়।

এসময় নুরুন্নবীর বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি, গুলি ও লম্বা কিরিসসহ আরো ২ জন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করে পুলিশ। আটক রোহিঙ্গা সন্ত্রাসীদের মধ্যে রয়েছেন, নুরুন্নবী বাহিনীর প্রধান নুরুন্নবী (২৩), মোহাম্মদ হারুন (৩৫),শফি আলম (২১),কামাল হোসেন প্রকাশ ফাহিম (২২) ও রফিক (২৩)।

উখিয়া-টেকনাফ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান জানান, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টেকনাফ,সন্ত্রাসী বাহিনী,রোহিঙ্গা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close