ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

  ২৫ মার্চ, ২০২০

ত্রিশালে ৫ মেডিসিন ব্যবসায়ীকে অর্থদণ্ড

ময়মনসিংহের ত্রিশালে বুধবার ত্রিশাল বাজারের বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার আইনের ৪০ ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ মেডিসিন ব্যবসায়ীকে ৪১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—ত্রিশাল বাজারের রূপালী ব্যাংক-সংলগ্ন শহিদুল মেডিকেল হলকে ১০ হাজার টাকা, গো-হাটা মোড়ের ঔষধ ব্যবসায়ী আকরাম হোসেনকে ১০ হাজার টাকা, গো-হাটা মোড়ের ঔষধ ব্যবসায়ী আমিরুল ইসলামকে ৫ হাজার টাকা, গো-হাটা মোড়ের ঔষধ ব্যবসায়ী ফরিদ আহমেদকে ৬ হাজার টাকা ও ত্রিশাল থানা রোডের ইব্রাহীম মার্কেটের কাশেম মেডিকেল হলকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলামের নেতৃত্বে ভোক্তা অধিকার আইনের ৪০ ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেনেটারি ইন্সপেক্টর আবুবক্কর সিদ্দিক ও ত্রিশাল থানা পুলিশ।

তরিকুল ইসলাম বলেন, করোনা আতঙ্কে যখন মানুষ দিশেহারা তখন কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ বুঝে পণ্যের অতিরিক্ত দাম নিচ্ছে ক্রেতাদের কাছ থেকে। এতে ক্রেতারা আরও বেশি আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে। তাই এসব অনিয়ম ঠেকাতে এ ভ্রাম্যমাণ অভিযান।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ত্রিশাল,মেডিসিন ব্যবসায়ী,ভ্রাম্যমাণ আদালত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close