গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

  ২৮ জানুয়ারি, ২০২০

গোবিন্দগঞ্জে অভিযানে ফেনসিডিল-ট্রাকসহ আটক ২

গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে ৪৯০ বোতল ফেনসিডিল এবং বহনকারী ট্রাকসহ ২ মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।

আটককৃতরা হলো, দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার কানাগাড়ীগ্রামের আব্দুল হালিমের পুত্র হামিদুল (২১) ও ট্রাকের চালক নবাবগঞ্জ উপজেলার পূর্ব ফতেপুর গ্রামের রফিকুল ইসলামের পুত্র সাবিরুল ইসলাম (২২)।

গোবিন্দগঞ্জ থানা সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে গোবিন্দগঞ্জ থানার এস আই নাজমুলের নেতৃত্বে একটি পুলিশ দল গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট রোডে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এসময় ঢাকামুখী থানার গেটে সরকার এন্টারপ্রাইজ নামের( নং ঢাকা মেট্রো -ট ২২-৬৫৬৯ ) একটি ট্রাক থামিয়ে তল্লাশি করে ৪৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

ফেনসিডিলগুলি ট্রাকের কেবিনে ৪টি আপেলের কার্টুনে বিশেষ কায়দায় প্যাকিং করা ছিল। পরে ওই ট্রাকের চালকসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ কেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা হতে ট্রাকে অন্যান্য মালামালের আড়ালে ফেনসিডিল বহন করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। এই চক্রের গডফাদারকে শনাক্তপূর্বক গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। এ বিষয়ে থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফেনসিডিল উদ্ধার,গোবিন্দগঞ্জ,মাদক কারবারি আটক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close