কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

  ১৩ জানুয়ারি, ২০২৩

কেন্দুয়ায় শীতার্তদের মাঝে ইউসিবি ব্যাংকের কম্বল বিতরণ

ছবি : প্রতিদিনের সংবাদ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উদ্যোগে ২৫০ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এ কম্বল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এ সময় অসীম কুমার উকিল বলেন, ‘বিশ্বের অন্যতম মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এই কনকনে শীতে অসহায় শীতার্ত মানুষের কষ্টের কথা চিন্তা করে তাদের হাতে শীতবস্ত্র (কম্বল) পৌঁছে দিচ্ছেন। প্রধানমন্ত্রীর পক্ষে সারা দেশের তৃণমূল পর্যায়ে এসব কম্বল বিতরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর এমন উদ্যোগে অসহায় শীতার্ত মানুষজন খুবই খুশি। এমপি আরো বলেন, আমরা ব্যক্তিগত উদ্যোগেও অসহায় মানুষের মধ্যে সাধ্যমতো শীতবস্ত্র বিতরণ করছি। সরকারের পাশাপাশি শীতবস্ত্র বিতরণ করছেন বেসরকারি বিভিন্ন ব্যাংক ও সংগঠনও। এ জন্য আমরা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই। কম্বল বিতরণের সময় কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবদুল কাদির ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোস্তাফিজ উর রহমান বিপুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাকির আলম ভূঁইয়া, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক কেন্দুয়া শাখার ব্যবস্থাপক ইকবাল কবীর, সহকারী শাখা ব্যবস্থাপক শাহানূর আলম ভূঁইয়া, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কম্বল বিতরণ,ইউসিবি ব্যাংক
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close