reporterঅনলাইন ডেস্ক
  ২৭ সেপ্টেম্বর, ২০২২

স্কলাসটিকা বিজনেস সামিট-৪ অনুষ্ঠিত

ছবি : প্রতিদিনের সংবাদ

স্কলাসটিকা ইয়ং এন্ট্রাপ্রেনিউরস অ্যান্ড ইকোনমিস্ট ফোরাম (সাইফ) ২৩ ও ২৪ সেপ্টেম্বর স্কলাসটিকা বিজনেস সামিট-৪ আয়োজন করে।

এ ইভেন্টে ৫০টিরও বেশি স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা তাদের জ্ঞান এবং দক্ষতা প্রদর্শনের জন্য অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নর্দার্ন ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর ড. নজরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও ইন্নোকিডস-এর প্রতিষ্ঠাতা ড. রাফিউদ্দিন আহমেদ এবং স্কলাস্টিকা মিরপুরের অধ্যক্ষ নুরুন নাহার মজুমদার। এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাইফ-এর প্রেসিডেন্ট তাসমীয়াহ জেসমিন হাসান, প্রতিষ্ঠাতা, উমরান মুস্তাফা এবং বিভাগীয় প্রধানরা।

অনুষ্ঠানে কিনোট স্পিচ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাহাঙ্গীর আলম চৌধুরী এবং স্কলাসটিকার সুপারভাইজার তানভীরা খাতুন। সংবাদ বিজ্ঞপ্তি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
স্কলাসটিকা বিজনেস সামিট-৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close