reporterঅনলাইন ডেস্ক
  ২৭ সেপ্টেম্বর, ২০২২

বাংলাদেশ ব্যাংক ও পূবালী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর 

ছবি : প্রতিদিনের সংবাদ

গম ও ভুট্টার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গঠিত ১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে পূবালী ব্যাংক লিমিটেড একটি চুক্তি স্বাক্ষর করেছে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শফিউল আলম খান চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের পরিচালক মো. আবুল কালাম আজাদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর একেএম সাজেদুর রহমান খান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পূবালী ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক ও হেড অব এসএমই নরেশ চন্দ্র বসাক এবং বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চুক্তি,পূবালী ব্যাংক,বাংলাদেশ ব্যাংক
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close