reporterঅনলাইন ডেস্ক
  ১৮ অক্টোবর, ২০২১

আইসিবি-পিএইচপি অটোমোবাইলস চুক্তি স্বাক্ষর

ছবি- প্রতিদিনের সংবাদ

আইসিবি ইসলামিক ব্যাংক লিঃ এবং পিএইচপি অটোমোবাইলস লিঃ এর মধ্যে আইসিবি ইসলামিক ব্যাংক লিঃ এর প্রধান কার্যালয়ে একটি সমঝোতা স্মারক (এম ও ইউ) চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই সমঝোতা স্মারক (এম ও ইউ) চুক্তি স্বাক্ষরিত হওয়ার ফলে নতুন গাড়ি ক্রয়ের ক্ষেত্রে পিএইচপি অটোমোবাইলস লিমিটেড এর সকল গ্রাহক আইসিবি ইসলামিক ব্যাংক থেকে আকর্ষণীয় মুনাফা হার এবং ছাড়যুক্ত প্রসেসিং ফি’র আওতায় অটো ফাইনান্সসহ অন্যান্য সুবিধা পেয়ে থাকবেন।

এছাড়াও নতুন গাড়ি ক্রয়ের ক্ষেত্রে পিএইচপি অটোমোবাইলস লিমিটেড এর পক্ষ থেকে রয়েছে আকর্ষণীয় অফারসহ বিশেষ সুবিধা।

আইসিবি ইসলামিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী অফিসার মোঃ শফিক-বিন-আব্দুল্লাহ এবং পিএইচপি অটোমোবাইলস লিমিটেড এর নির্বাহী পরিচালক তাছির করিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক (এম ও ইউ) চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইসিবি ইসলামিক ব্যাংকের চিফ অপারেটিং অফিসার অর্পিত বিনোধভাই পারিখ, হেড অফ রিকভারী ক্যাপ্টেন সাখাওয়াৎ হোসেন (অবঃ), হেড অফ ইনভেস্টমেণ্ট ম্যানেজমেণ্ট মোঃ তারেক-উস-সালাম এবং পিএইচপি অটোমোবাইলস লিমিটেড এর পক্ষে ম্যানেজার রাকিব হোসাইনসহ উভয় প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close