নিজস্ব প্রতিবেদক
কবি মৃধা আলাউদ্দিনের জন্মদিন উপলক্ষে সাহিত্যসভা

নব্বই দশকের নিভৃতচারী কবি মৃধা আলাউদ্দিনের জন্মদিন আজ (২ ফেব্রুয়ারি)। এ উপলক্ষে গত শুক্রবার কবির কাব্যকৃতি ও সাহিত্যকর্মের ওপর বিশেষ সাহিত্যসভার আয়োজন করে পুরান ঢাকার লালবাগের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন সন্দীপন সাহিত্যাঙ্গন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন কবি-চিন্তক মাসুম সাঈদ। আলোচনা সভায় বক্তব্য দেন—কবি তাওহীদ মাতীন, কবি আবিদ রাজ্জাক, কবি কামরুল ইসলাম হুমায়ুন, কবি-সংগঠক আবদুল ওয়াহাব প্রমুখ।
মৃধা আলাউদ্দিন ছন্দ সচেতন নাগরিক কবি। তার কবিতায় উঠে এসেছে সমাজের কুসংস্কার, নীতিহীন-বিপ্রতীব সময়ের ছবি, নোংরা রাজনীতি এবং একই সঙ্গে নিপুণ কারিগরের মতো মৃধা তার কবিতায় প্রেম, দ্রোহ ও ভালোবাসার গান গেয়েছেন
জন্মদিন অনুষ্ঠানে কবি মৃধা আলাউদ্দিন স্মরণে বক্তারা বলেন, কবি মৃধা একই সঙ্গে কথাশিল্পী ও প্রাবন্ধিক। তিনি নব্বই দশকের নিভৃতচারী কবিদের অন্যতম। দেশের জাতীয় দৈনিক, লিটলম্যাগ ও ওয়েব ম্যাগাজিনগুলোয় নিয়মিত তার লেখা প্রকাশিত হচ্ছে।
মৃধা একজন ছন্দ সচেতন নাগরিক কবি। তার কবিতায় উঠে এসেছে সমাজের কুসংস্কার, নীতিহীন-বিপ্রতীব সময়ের ছবি, নোংরা রাজনীতি এবং একই সঙ্গে নিপুণ কারিগরের মতো মৃধা তার কবিতায় প্রেম, দ্রোহ ও ভালোবাসার গান গেয়েছেন। সমাজ বিনির্মাণের গাথা কবিকে আলাদা বৈশিষ্ট্য দান করেছে। কবির দোঁহাগুচ্ছ পাঠকের মনোযোগ কাড়তে সক্ষম হয়েছে। সমালোচনা সাহিত্যে কবি তার নিজস্ব জায়গা তৈরি করে নিয়েছেন।
প্রধান আলোচক তাওহীদ মাতীন বলেন, কবি মৃধা আলাউদ্দিনের প্রথম কাব্যগ্রন্থ রৌদ্দুরে যায় মন। তার অন্য কাব্যগ্রন্থগুলো মধ্যে আছে—সামনের শীতে মানুষ রৌদ্র হবে, জঙধরা পিনালকোড (গল্পগ্রন্থ), চড়ুইয়ের চিড়িপ চিড়িপ শব্দ (কিশোর কবিতা), শুঁড়িখানার নরম দেহ (দোঁহা কাব্যগ্রন্থ), অল্পকিছু বিষ প্রয়োজন (দোঁহা কাব্যগ্রন্থ), আল মাহমুদ ও অন্যান্য সন্দর্ভ প্রভৃতি।
কবির কবিতা এক ভিন্ন সুর ও জগতে নিয়ে যায়। এক নিঃশ্বাসে পড়া যায় কবির কবিতা। …মৃধার কবিতা আমাদের সংগ্রহকে সমৃদ্ধ করবে বলেই আমাদের দৃঢ় বিশ্বাস।
আলোচনা অনুষ্ঠান, কেক কাটা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সন্দীপন সাহিত্যাঙ্গন। মৃধা আলাউদ্দিনের কবিতার আবৃত্তি করেন কবি তাওহীদ মাতীন, কবি আবিদ রাজ্জাক ও কবি কামরুল ইসলাম।
কবি নিজেও দর্শক-শ্রোতাদের তার গুচ্ছ কবিতা পাঠ করে শোনান। কবির লেখা গান পরিবেশন করেন ফাহমিদা খাতুন। সব শেষে হাঁস পার্টিতে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে আসা কবি-সাহিত্যিকরা।