নিজস্ব প্রতিবেদক

  ১২ সেপ্টেম্বর, ২০২৪

আবু খালেদ পাঠান সাহিত্য পুরস্কার ২০২৪ ঘোষণা

কবি ও সংগীতশিল্পী কফিল আহমেদ এবং কবি ও প্রাবন্ধিক আফরোজা সোমা

কিশোরগঞ্জ জেলার শিক্ষাবিদ আবু খালেদ পাঠান স্মরণে ‘আবু খালেদ পাঠান ফাউন্ডেশন’র উদ্যোগে প্রথমবারের মতো ‘আবু খালেদ পাঠান সাহিত্য পুরস্কার’ ২০২৪ ঘোষণা করা হয়েছে।

পুরস্কারপ্রাপ্তরা হলেন—কবি ও সংগীতশিল্পী কফিল আহমেদ এবং কবি ও প্রাবন্ধিক আফরোজা সোমা। শিগগির নির্বাচিত দুই কবি ও লেখকের হাতে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেওয়া হবে। প্রত্যেকেই পাবেন পুরস্কারের নগদ অর্থমূল্য ২৫ হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট।

প্রসঙ্গত, বিশিষ্ট চিন্তক ও শিক্ষাবিদ আবু খালেদ পাঠান ১৯৩৭ সালের ২৬ জুন ব্রিটিশ ভারতের তদানিন্তন ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহকুমায় জন্মগ্রহণ করেন। পেশাগত জীবনে প্রায় ৩৫ বছর শিক্ষকতা করেছেন। যুক্ত ছিলেন সাংবাদিকতার সঙ্গে। কিশোরগঞ্জ প্রেস ক্লাব প্রতিষ্ঠায় অগ্রগণ্য ভূমিকা রেখেছেন। লেখালেখি করেছেন স্থানীয় ও জাতীয় দৈনিকসহ অনেক গুরুত্বপূর্ণ পত্রিকা ও সাময়িকীতে। এ ছাড়া জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের গুরুভার পালন করেছেন। ২০২৩ সালের ১১ অক্টোবর তিনি প্রয়াত হন।

পিডিএস/মীর হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আবু খালেদ পাঠান সাহিত্য পুরস্কার,কিশোরগঞ্জ,আবু খালেদ পাঠান ফাউন্ডেশন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close