মহানবীর জীবনী পড়ে ওমরাহ পালনের পুরস্কার !
মহানবী হযরত মুহম্মদ (সাঃ) এর জীবনী পড়ে প্রতিযোগিতায় বিজয়ী হলে পুরস্কার হিসেবে পাওয়া যাবে ওমরাহ হজ্ব পালনের পুরস্কার। প্রাপ্ত পয়েন্টের ভিত্তিতে এক বা একাধিক জনকে এই পুরস্কার দেওয়া হবে। সম্প্রতি ‘দাঁড়িকমা প্রকাশনী’ এমন প্রতিযোগিতা ও পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছে। দাঁড়িকমা’র অফিসিয়াল ফেসবুকে দেওয়া ঘোষণায় প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়েছে। তারা এই প্রতিযোগিতার নাম দিয়েছেন ‘উন্মুক্ত জীবনী পড়া উৎসব।’ বিজয়ীদের পুরস্কারের পাশাপাশি প্রত্যেক
অংশগ্রহণকারীকে উপহার হিসেবে দেওয়া হবে ‘সহীহ্ নামাজ ও দোয়া শিক্ষা’ বই। প্রতিযোগিতার জন্য নির্বাচিত বইয়ের নাম ‘প্রশংসিত।’ উপন্যাস আকারে মহানবীর এই জীবনীগ্রন্থটি লিখেছেন ঔপন্যাসিক মুহাম্মদ সৈয়দুল হক। প্রকাশ করেছে দাঁড়িকমা প্রকাশনী। গ্রন্থটির ই-বুক ১০০ টাকা মূল্যে রকমারি.কম থেকে সংগ্রহ করা যাবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কোনো রেজিস্ট্রেশন ফি নেওয়া হবে না। তবে বিনামূল্যে গুগল ফরম পূরণ করে নাম রেজিস্ট্রেশন করতে হবে। ‘প্রশংসিত’ গ্রন্থটি থেকে ৬৩টি MCQ প্রশ্ন করা হবে। প্রতিটি প্রশ্নের জন্য ১ পয়েন্ট এবং সময় মূল্যায়ন করা হবে। প্রতিযোগিতাটি সবার জন্য উন্মুক্ত।
অনলাইন ভিত্তিক এই প্রতিযোগিতাটি শুরু হবে ৪ অক্টোবর ২০২৪। এ সংক্রন্ত সর্বশেষ তথ্য পাওয়া যাবে দাঁড়িকমা’র অফিসিয়াল ফেসবুক পেইজে। দাঁড়িকমা প্রকাশনীর স্বত্বাধীকারী আবদুল হাকিম নাহিদ জানান, ‘মহানবীর জীবনীগ্রন্থ দিয়ে এই প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। মূলত এটি একটি সিরিজ আয়োজন। ধর্ম-বর্ণ, দেশ-কালের উর্দ্ধে উঠে পর্যায়ক্রমে অন্য মনীষীদের জীবনী পড়া উৎসবও অনুষ্ঠিত হবে।’ তিনি বলেন, ‘আলোকিত মানুষ হতে হলে আলোকিত মানুষের জীবন ও কর্ম সম্পর্কে জানা প্রয়োজন। বাংলাদেশের এই আলোকময় সময়ে রাষ্ট্র সংস্কারের সাথে সাথে মানুষের সংস্কার হওয়া জরুরি। এ লক্ষ্যকে সামনে রেখে এমন আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’
মাত্র ১০০ টাকায় প্রশংসিত গ্রন্থটির ই-বুক পড়ার লিংক : rokomari.com/book/225572/proshongshito বিনামূল্যে রেজিট্রেশন করার লিংক: shorturl.at/23GKU