এএফএম রকিবুল হাসান

  ০৫ সেপ্টেম্বর, ২০২৪

১৮ জুলাইয়ের প্রত্যাখ্যান

ছবি : প্রতিদিনের সংবাদ

আলোচনার টেবিলে

নাস্তা হিসেবে আসুক

লাশের গ্রীল।

কোমল পানীয় হিসেবে সার্ভ হউক

কেতাদুরস্ত কায়দায়

সন্তানহারা মায়ের নোনাজল।

তুমি চিবিয়ে চিবিয়ে

তাড়িয়ে তাড়িয়ে উপভোগ কর

গানপাউডারের তৈরি স্টেক।

তোমাদের অরাজনৈতিক ন্যক্কারজনক

বিজয় উদযাপিত হোক

অকুতোভয় পেতে দেয়া বুকের তাজা রক্তে।

এই লালপানি বৃথা যায়নি কখনো

ইতিহাসের কসম।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এএফএম রকিবুল হাসান
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close