reporterঅনলাইন ডেস্ক
  ১৭ নভেম্বর, ২০২৩

বাংলা একাডেমি ফেলোশিপ পাচ্ছেন এ কে শেরাম

সিলেটের মণিপুর সম্প্রদায়ের লেখক ও গবেষক এ কে শেরাম

আদিবাসী গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি সম্মানিক ফেলোশিপ-২০২৩ পাচ্ছেন সিলেটের মণিপুর সম্প্রদায়ের লেখক ও গবেষক এ কে শেরাম। বাংলা একাডেমির মহাপরিচালক মুহাম্মদ নূরুল হুদার সই করা এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বাংলা একাডেমি জানায়, আগামী ২৩ নভেম্বর একাডেমি প্রাঙ্গণে সাধারণ পরিষদের ৪৬তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে এ ফেলোশিপ দেওয়া হবে।

এ কে শেরামের জন্ম ১৯৫৩ সালের ২৭ ফেব্রুয়ারি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা গােবরখােলা গ্রামে। বাবা নবকিশাের সিংহ ও মাতা থাম্বাল দেবী। বাণিজ্য ও আইনে স্নাতক ডিগ্রিধারী এ কে শেরাম সােনালী ব্যাংক লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে কর্মজীবন থেকে অবসর নিয়েছেন। বর্তমানে আদিবাসী গবেষণায় সক্রিয়ভাবে যুক্ত আছেন।

সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি সােনামনি মেমােরিয়াল অ্যাওয়ার্ড (সিলেট-১৯৯৪); শেকড়ের সন্ধানে অ্যাওয়ার্ড (সিলেট-১৯৯৯); য়েংখােম কমল মেমােরিয়াল অ্যাওয়ার্ড (শিলচর, ভারত-২০০৩); সাহিত্যভূষণ (আসাম মণিপুরী সাহিত্য পরিষদ-২০০৮); প্লাটিনাম জুবিলি বিশেষ সম্মান (মণিপুরী সাহিত্য পরিষদ ইম্ফাল, মণিপুর-২০১০); থিয়াম লৈরিকমচা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড (ইম্ফাল, মণিপুর-২০১১); হিজম ইরাবত মেমােরিয়াল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড (ইম্ফাল, মণিপুর-২০১১); ধানসিঁড়ি সম্মাননা (ঢাকা-২০১২) লাভ করেন।

বাংলা একাডেমি ফেলোশিপ বিভিন্ন সময়ে বাংলাদেশ ও বিদেশি বিশিষ্ট ব্যক্তি পেয়ে থাকেন। নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর সম্মানসূচক এ ফেলোশিপ দেওয়া হয়। ফেলোশিপপ্রাপ্তদের সম্মাননাপত্র ও স্মারক তুলে দেওয়া হয়।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এ কে শেরাম,বাংলা একাডেমি,ফেলোশিপ,আদিবাসী গবেষণা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close