নাহিদ হাসান রবিন, শেরপুর (বগুড়া)

  ৩০ সেপ্টেম্বর, ২০২৩

শেরপুরে লেখক ও পাঠকের আড্ডা

ছবি: সংগৃহীত

প্রযুক্তির উৎকর্ষতার সঙ্গে বদলে যাচ্ছে মানুষের চিন্তার রূপরেখা। এমন সময়ে লেখকরা কতটা পারছেন পাঠকদের উপযোগী সাহিত্য রচনা করতে। কিংবা পাঠকরা কতটা পারছেন লেখকদের চিন্তার গভীরে ঢুকতে। গল্প বিষয়ক পত্রিকা ‘পারাপার’ এর আয়োজনে এমনই আলোচনার মাধ্যমে বগুড়ার শেরপুরে লেখক ও পাঠক আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় পৌর শহরের বাসস্ট্যান্ডে রাডার সাইন্স একাডেমি অ্যান্ড স্কুলের আলোচনা কক্ষে এই আড্ডা হয়।

পারাপার-এর সম্পাদক কথাসাহিত্যিক নাহিদ হাসান রবিনের উপস্থাপনায় এ আড্ডায় সভাপতিত্ব করেন ডা. রাফসানা জাহান রিম্মী। এ আড্ডায় আলোচনা করেন, ডা. মনিরুজ্জামান স্বপন, কবি ও কথাসাহিত্যিক সাহাব উদ্দিন হিজল, কবি ও কথাসাহিত্যিক লতিফ আদনান, বাচিক শিল্পী অধ্যক্ষ সুলতানা পারভীন শ্রাবণী, সামিট স্কুল এ্যান্ড কলেজের শিক্ষা প্রশাসক সাইফুল ইসলাম লিপু, প্রোগ্রেসিভ স্কুল এ্যান্ড কলেজের পরিচালক শামসুজ্জামান শাহীন, রাডার সাইন্স একাডেমি এ্যান্ড স্কুলের পরিচালক হাসানুর রহমান হাসান, পল্লী উন্নয়ন একাডেমি ল্যাব. স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবু তালহা মো. এরশাদুজ্জামান, ছোনকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জান্নাতুন নাঈম, অনেক শিক্ষার্থী।

আলোচকরা বলেন, প্রযুক্তির উন্নতির সঙ্গে মানুষের পাঠ্যাভ্যাসের পরিবর্তন হয়েছে। যেকোন তথ্য এখন সহজেই ইন্টারনেটে পাওয়া যায়। আবার বিনোদনের জন্য সব বয়সের মানুষ ইন্টানেটের দিকে ঝুকছে। আবার পাঠকদের আকৃষ্ট করার মতো কালজয়ী কোনো সাহিত্যও সৃষ্টি হচ্ছে না। তাই ছাপানো বইয়ের প্রতি আগ্রহ দিন দিন কমে যাচ্ছে। তবে পাঠকদের এই যুক্তি নাকচ করেছেন লেখকরা।

তারা বলেন, চারিদিকে চটুল বিনোদনে আকৃষ্ট হওয়ায় পাঠকদের মাথা খাটিয়ে সাহিত্যরস উপলব্ধি করার সক্ষমতা কমে গেছে। এর জন্য তারা মোবাইল ফোনের সহজলভ্যতা ও অবারিত নির্বিচারে ব্যবহার করার প্রবনতাকেই দায়ি করেছেন। তাদের এই যুক্তির সঙ্গে একমত পোষণ করেছেন শিক্ষকরা। এছাড়াও তারা নতুন প্রজন্মকে বই পড়ার প্রতি আগ্রহী করতে এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে অভিভাবক ও শিক্ষকদের ভিন্নমুখী পদক্ষেপ কামনা করেন।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বগুড়া,শেরপুর,লেখক ও পাঠকের আড্ডা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close