reporterঅনলাইন ডেস্ক
  ২৯ সেপ্টেম্বর, ২০২৩

পাঠক সমাবেশে শেলী সেনগুপ্তার দুই বই নিয়ে আলোচনা

শাহবাগের পাঠক সমাবেশে বৃহস্পতিবার বাংলাদেশ বুক ক্লাব আয়োজিত ‘সাহিত্য সংলাপ’-এ কথা বলছেন কবি ও কথাসাহিত্যিক শেলী সেনগুপ্তা

কবি ও কথাসাহিত্যিক শেলী সেনগুপ্তার দুটি বইয়ের ওপর আলোচনা হয়েছে শাহবাগের পাঠক সমাবেশে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ‘সাহিত্য সংলাপ’ নামে অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ বুক ক্লাব।

উপন্যাস ‘মেয়েটি ভালোবেসেছিল’ নিয়ে আলোকপাত করেন সাবেক অতিরিক্ত সচিব মনজুর রহমান ও কাব্যগ্রন্থের ওপর নব্বই দশকের কবি ড. শোয়াইব জিবরান। সঞ্চালনা করেন সাবেক রাষ্ট্রদূত বাংলাদেশ বুক ক্লাবের সভাপতি মসয়ূদ মান্নান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বুক ক্লাবের সম্পাদক সালাউদ্দিন কুটু, 'ঊষসী' পরিবারের সভাপতি প্রফেসর ড. মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, কবি নূরে আক্তার, কামাল আহমেদ লিপু, জাহাঙ্গীর আলম, কবি শামীমা আফরোজ, কবি সিগমা আউয়াল, অধ্যাপক আফরোজা কাজল, কবি রোকসানা রহমান, কবি লিলি হক, কবি ও কলামিস্ট কাজী সুফিয়া আক্তার শেলী, কক্সবাজার আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্রী সুকুমার দত্ত, অ্যাডভোকেট স্বাধীন বনিক, শ্রী প্রিয় রঞ্জন মহাজন ও সংগীতশিল্পী মামুন।

আরো ছিলেন বাংলাদেশ নারী লেখক সোসাইটির প্রতিষ্ঠাতা সম্পাদক সাঈদা নাঈম, উপদেষ্টা নাঈম আহমেদ, বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সম্পাদক মনিরুল আলম, কার্যকরী পরিষদ সদস্য আবুল কালাম আজাদসহ অনেকে।

শেলী সেনগুপ্তা বলেন, আমি বরাবরই নিভৃতচারী। কখনো নিজেকে নিয়ে জনসমক্ষে আসা হয়ে ওঠেনি। এই প্রথম বাংলাদেশ বুক ক্লাব অনুষ্ঠান করে আমাকে ধন্য করল।

বুক ক্লাবকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এমন অনুষ্ঠান মানুষকে গ্রন্থমুখী হতে সহায়তা করে। আনন্দ ভাগ করে নেওয়া যায়। কিছুটা সময় বইয়ের সান্নিধ্যে কাটে।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শেলী সেনগুপ্তা,সাহিত্য সংলাপ,বই
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close