reporterঅনলাইন ডেস্ক
  ২৯ সেপ্টেম্বর, ২০২৩

লিডসে কবিতা এবং শিল্পের মনোমুগ্ধকর এক সন্ধ্যা

শব্দ ও শৈল্পিক কণ্ঠের জাদুতে যুক্তরাজ্যের সৌধ স্টুডিও হয়ে গেল মনোমুগ্ধকর কবিতা আড্ডা। এই চিত্তাকর্ষক সমাবেশের কেন্দ্রবিন্দু ছিলেন কবি ড. ডেভিড লি মরগান। তিনি প্রতিটি কবিতার সঙ্গে আত্মদর্শন এবং প্রেমের আমন্ত্রণ জানান, যা শ্রোতার হৃদয়-আবেগকে আলোড়িত করে।

গত সোমবার (২৫ সেপ্টেম্বর) আধুনিক শহর লিডসে কবি, গীতিকবি এবং কণ্ঠশিল্পীদের উপস্থিতিতে অনুষ্ঠানের প্রাণবন্ত সঞ্চালনা করেন সৌধের পরিচালক কবি, কথাসাহিত্যিক ও নির্দেশক টি এম আহমেদ কায়সার।


পড়ুন সৈয়দ আনোয়ার রেজার তিনটি কবিতা


অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—লিডস ইউনিভার্সিটির সংগীত নন্দনতত্ত্বের বিশেষজ্ঞ ম্যাট প্রিচার্ড, কবি-কথাসাহিত্যিক ও সংগঠক সৈয়দ আনোয়ার রেজা, কবি ও আবৃত্তিশিল্পী জন এরিক শেলেন্ডার, কবি ও কথাসাহিত্যিক শ্রী গাঙ্গুলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক প্রভাষক নিশাত আফজা, আবৃত্তিশিল্পী কানিজ ফাতেমা চৌধুরী, ড. জিত গাঙ্গুলী, কবি তাইভিন হক এবং পারস্য সংগীত সাধক জামশেদ ফোলাদ।

এদিনের সন্ধ্যা একটি মোহনীয় রূপকথার মতো মসৃণভাবে প্রবাহিত হয়। সৌধ স্টুডিও শুধু কবিতা আড্ডার আয়োজনই করেনি, এটি ছিল মানুষের চেতনা এবং এর সীমাহীন সৃজনশীলতার উদযাপন।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সৈয়দ আনোয়ার রেজা,কবিতা আড্ডা,লিডস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close