reporterঅনলাইন ডেস্ক
  ২৪ সেপ্টেম্বর, ২০২৩

টিএসসিতে নজরুলের ‘বনের মেয়ে পাখী’ নাটক মঞ্চায়িত

থিয়েটার চর্চায় পেশাদারিত্ব প্রতিষ্ঠায় ২০২১ সালে গড়ে ওঠে বাঁশরী রেপার্টরি। আরণ্যক, নাগরিক নাট্য সম্প্রদায়, থিয়েটার ’৫২ ও থিয়েটার আর্ট ইউনিটের কিছু মঞ্চশিল্পীর সম্মিলন ঘটে এ নাট্যদলে। সমাজ বাস্তবতায় কাজী নজরুল ইসলামের সৃষ্টির নির্যাসে কাজ করার সিদ্ধান্ত নেন তারা। সেই লক্ষ্য পূরণে জাতীয় কবির বিলুপ্তপ্রায় নাটক ‘বনের মেয়ে পাখী’ মঞ্চে আনল রেপার্টরি দলটি।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে মঞ্চায়িত হয় ‘বনের মেয়ে পাখী’র তৃতীয় মঞ্চায়ন। নাটকটি নতুন করে নির্দেশনা দিয়েছেন নাট্য নির্দেশক সাজ্জাদ সাজু।

নাটকটি নিয়ে তিনি বলেন, আমাদের কাছে এটা এক ভিন্ন ধরনের অনুভূতি। বিষয়টি দলের জন্য বিশেষ গুরুত্ববহ। তাই আবেগের সঙ্গে ভালোলাগার অনুভব কাজ করছে। দলের পক্ষ থেকে প্রযোজনাটিকে সর্বোচ্চ নিখুঁতভাবে মঞ্চায়নের আয়োজন করা হয়েছে। মানুষের জীবনবোধ, বিশ্বাস ও সাম্যের জয়গানে চির জাগরুক কবি নজরুলের সৃষ্টির নির্যাসে। সমাজ বাস্তবতায় নাটকের মাধ্যমে নজরুলচর্চার প্রসার ঘটাতে চাই। ভবিষ্যতেও আমরা আরো ভালো কাজ করতে চাই।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নাটক,বনের মেয়ে পাখী,বাঁশরী রেপার্টরি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close