reporterঅনলাইন ডেস্ক
  ১৮ সেপ্টেম্বর, ২০২৩

আসাদ চৌধুরী সিসিইউতে

কবি ও সাহিত্যিক আসাদ চৌধুরীর শরীরে এনজিওগ্রামের মাধ্যমে হার্টের দুটি ব্লক সারানো হয়েছে। তিনি বর্তমানে কানাডার টরন্টোর পার্শ্ববর্তী শহর ওসোয়ারের একটি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে কবির জামাতা নাদিম ইকবাল ফেসবুকে জানিয়েছেন, এনজিওগ্রাম করে দুটি ব্লক ৯৯ ও ৮৮ শতাংশ সারানো হয়েছে। আপাতত আসাদ চৌধুরীর সঙ্গে দেখা করা যাবে না। তিনি সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

তিনি আরো জানান, প্রচণ্ড শ্বাসকষ্ট হওয়ায় রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে আসাদ চৌধুরীকে হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৯টা পর্যন্ত তাকে আইসিইউতে রাখা হয়। পরে সিসিইউতে নেওয়া হয়। আসাদ চৌধুরীর ফুসফুস ও হার্ট খুব জটিল অবস্থায় আছে।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আসাদ চৌধুরী,সিসিইউ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close