বাংলা আমার-এর আবৃত্তি সন্ধ্যা ‘শুধু কবিতার জন্য’
যান্ত্রিক এ শহরে কবিতা মানুষের মননকে স্থির করে, কবিতার মধ্যে মানুষ খুঁজে পায় প্রশান্তি। দর্শক-শ্রোতাদের কবিতার সঙ্গে মেলবন্ধন তৈরি করতে বাংলা আমার-এর এবারের আয়োজন ‘শুধু কবিতার জন্য’। অনুষ্ঠানটি হয় শনিবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে। একক আবৃত্তি, দলীয় আবৃত্তি, দলীয় নৃত্য এবং দলীয় সংগীত পরিবেশনায় অংশ নেন শতাধিক শিল্পী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক ও আবৃত্তিশিল্পী আশরাফুল আলম। সভাপতিত্ব করেন বাংলা আমার-এর উপদেষ্টা আলি আকবর। এ ছাড়া আলোচনায় অংশ নেন বাংলা আমার-এর উপদেষ্টা আবৃত্তিশিল্পী মাসকুর-এ-সাত্তার কল্লোল এবং দেওয়ান সাঈদুল হাসান। স্বাগত বক্তব্য দেন বাংলা সংগঠনের অর্থসম্পাদক কান্তা আরিফিন। আলোচনা পর্বের উপস্থাপনা করেন বাংলা আমার-এর সভাপতি মেহেদী হাসান আকাশ।
আবৃত্তি পরিবেশন করেন—জয় আহমেদ, তাহমিনা আক্তার ছবি, ফারজানা কুমকুম, আরিফা বেগম, ফাল্গুনী মজুমদার, কান্তা আরিফিন, সোমা সাহা, স্বর্ণলতা ঘোষ, রঞ্জু নাহার মনি, মমিনুর রহমান, রুমানা সুলতানা, মিতু আক্তার সীমা, রাশিদা চৌধুরী নিলু, জোবায়েদ হোসেন, শাওলিন সুচী, শাহনাজ দীপ্তি, নন্দিনী বর্মন, রাইসা হোসেন, আওসাফ আনওয়ার, নাভান অদি, তাসকিন বিন মুশফিক, ইব্রা বিনতে মাহমুদ, মেহজাবিন যাফিরা, শাহীদ কাউসারুল আনোয়ার, ফাতেমা আক্তার, দীপায়ন রায়, তাঈবা তাসনিম মালিহা, আরিবাহ্ সিদ্দিক, নিকিতা মারীয়া ত্রুশ, আরাধ্যা সেনগুপ্ত, আবেদা যারীন, মিশেল মাহবিন সৌহার্দ্য, নাবিলা কবির রিচি, সাফওয়ানা জাহান, ঋদ্ধিমান বিশ্বাস, আজীন হাসায় ভুঁইয়া, আয়েশা জাবিন, বিহান পাল, ইসাবা আরিয়া জামান, ফাইরুজ লুবাবা, সপ্নিল দেবনাথ, অভিনন্দিতা দাস, আলিজা হাসান, লাইবাহ্ আফসিন তুবা, সিয়ারা নূর দাহমা, নিশিন্তিকা বিশ্বাস, রাইয়ান আহসান, রিশান আহসান, জুন নুরাইন খান জামিয়া, তহুরা সাফরিন রিদা, মাদিয়া, তাসবিহ, আয়ান, শেখ মানহা মাহমুদ, অপরাজিতা সরকার, সানিয়াত তাসিন প্রমুখ।
পিডিএস/মীর