reporterঅনলাইন ডেস্ক
  ০৭ জুন, ২০২৩

ফরাসি চিত্রশিল্পী ফ্রাঁসোয়া জিলোর জীবনাবসান

ফ্রাঁসোয়া জিলো (২৬ নভেম্বর ১৯২১—৬ জুন ২০২৩)

ফরাসি চিত্রশিল্পী, সমালোচক ও লেখক ফ্রাঁসোয়া জিলো মারা গেছেন। তার বয়স হয়েছিল ১০১ বছর। আরেক বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসোর প্রেমিকা ছিলেন ফ্রাঁসোয়া জিলো।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (৬ জুন) নিউইয়র্কের ম্যানহাটান হাসপাতালে মৃত্যু হয় জিলোর। তার মেয়ে অরেলিয়া অ্যাঞ্জেল জানিয়েছেন, তার মা দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন।

প্যারিসে জন্ম নেওয়া ফ্রাঁসোয়া জিলো পিকাসোর চেয়ে ৪০ বছরের ছোট ছিলেন। ১৯৪৩ সালে ফ্রান্সের একটি রেস্তোরাঁয় পিকাসোর সঙ্গে তার প্রথম দেখা হয়। তখন জিলোর বয়স ছিল ২১ বছর। এরপর তাদের মধ্যে দ্রুত একটি অন্তরঙ্গ সম্পর্ক গড়ে ওঠে। পিকাসো-জিলোর এ সম্পর্ক টিকে ছিল বছর দশেকের বেশি।

চিত্রশিল্পী ফ্রাঁসোয়া জিলো এবং পেছনে বসা পাবলো পিকাসো। গেটি ইমেজ

পাবলো পিকাসোর সঙ্গে বিচ্ছেদের ১১ বছর পর ফ্রাঁসোয়া জিলো তার সর্বাধিক বিক্রিত বই ‘লাইফ উইথ পিকাসো’ প্রকাশ করেন। ১৯৭০ সালে তিনি জোনাস সল্ককে বিয়ে করেন। জোনাস পোলিও ভ্যাকসিন আবিষ্কারের পথিকৃৎ ছিলেন। ১৯৯৫ সালে জোনাসের মৃত্যু হয়। জিলো কখনো প্যারিসে, কখনোবা নিউইয়র্কে বসবাস করতেন। সূত্র : দ্য গার্ডিয়ান।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফরাসি চিত্রশিল্পী,ফ্রাঁসোয়া জিলো,পাবলো পিকাসো
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close