নিজস্ব প্রতিবেদক
বাংলা আমার-এর আবৃত্তি সন্ধ্যা ‘হাসির বায়না’

শহরের এ যান্ত্রিক জীবনে আমরা ক্রমশই হাসতে ভুলে যাচ্ছি। কবিতাও যে মানুষকে আনন্দে ভাসাতে পারে, তা আরো একবার মনে করিয়ে দিল সংস্কৃতিচর্চা কেন্দ্র ‘বাংলা আমার’। কবিতার হাস্যরস দিয়ে দর্শক শ্রোতাদের মন ভরিয়ে দিতে ‘বাংলা আমার’ আয়োজন করে আবৃত্তি সন্ধ্যা ‘হাসির বায়না’।
বাংলা আমার বরাবরই ব্যতিক্রর্মী আয়োজন করে থাকে, তারই ধারাবাহিকতায় শনিবার (২০ মে) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ নান্দনিক আবৃত্তি অনুষ্ঠানের আযোজন করে ‘বাংলা আমার’। অনুষ্ঠানে রম্য কবিতা ও রচনা পরিবেশন করেন ঢাকা এবং ঢাকার বাইরের অর্ধশতাধিক আবৃত্তিশিল্পী। বাংলা আমার-এর শিশুশিল্পীদের আবৃত্তি পরিবেশনা ও কবিতার সঙ্গে মিল রেখে সাজ অনুষ্ঠানে নতুন মাত্রা যুক্ত করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি ও সাহিত্যিক মজিদ মাহমুদ। অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলা একাডেমির পরিচালক আবৃত্তিশিল্পী ড. শাহাদাৎ হোসেন নিপু। সভাপতির দায়িত্ব পালন করেন বাংলা আমার-এর উপদেষ্টা আবৃত্তিশিল্পী এবং সংবাদ উপস্থাপক দেওয়ান সাঈদুল হাসান।
স্বাগত বক্তব্য দেন বাংলা আমার-এর অনুষ্ঠান সম্পাদক আরিফা বেগম। অনুষ্ঠান পরিকল্পনায় ছিলেন বাংলা আমার-এর সভাপতি মেহেদী হাসান আকাশ।
বাংলা আমার-এর আবৃত্তিশিল্পী হিসেবে ছিলেন লুৎফুন্নাহার সোনিয়া, মোমিনুর রহমান, মিতু শিমা, শাওলিন সুচি, কান্তা আরিফিন, ফারজানা কুমকুম, জয় আহমেদ, ফাল্গুনী মজুমদার, রন্জু নাহার মনি, শাহনাজ দীপ্তি, শাহীদ, সানিয়াত, অপরাজিতা, আলিযা হাসান, রাইসা হোসেন, জেবিন, সোহানী তানহা, রিদা, শেখ মানহা, নাজিফা, বর্ণা, নিশিন্তিকা, আদিত্য সিনহা, সিয়ারা, লাইবাহ্ আফসিন, জামিয়া, লুবাবা, সৌহার্দ্য, ফাতিমা, ঋদ্ধিমান, অভিনন্দিতা, অশেষ, আরমিন, অভিষেক, রাইসা কবির, সাফওয়ানা জাহান, আবেদা জারিন, শানুম জারিন প্রমুখ।
অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী হিসেবে আবৃত্তি করেন মীর বরকত, মিজুমদার বিপ্লব, তামান্না তিথি, মাসুম আজিজুল বাসার, সাফিয়া খন্দকার রেখা, বনকুসুম বড়ুয়া, মুনা চৌধুরী, মোহাম্মদ সেলিম ভূঁইয়া, লুলুয়া ইসহাক মুন্নী ও মামুন প্রামানিক।
পিডিএসও/এমএ