reporterঅনলাইন ডেস্ক
  ০৭ ডিসেম্বর, ২০২২

শুক্রবার থেকে শুরু এশীয় চারুকলা প্রদর্শনী

১৮তম এশীয় চারুকলা প্রদর্শনীর সংগৃহীত ছবি

বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, ‍যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মিসর, তুরস্ক, পর্তুগাল, ভেনেজুয়েলাসহ ১১৪ দেশের ৪৯৩ জন শিল্পীর অংশগ্রহণে শুক্রবার (৯ ডিসেম্বর) শুরু হচ্ছে ‘১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ-২০২২’। চার দশক ধরে এ উৎসবের আয়োজন করে আসছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

দুই বছর পরপর অনুষ্ঠেয় এ আয়োজন করোনার কারণে ২০১৮ সালের পর কয়েক দফা পিছিয়ে এ বছর আবার শুরু হচ্ছে। শিল্পের এই মহাযজ্ঞ ইতোমধ্যে পরিচিতি পেয়েছে এশিয়ার বৃহৎ চারুকলা প্রদর্শনী হিসেবে। প্রদর্শনী চলবে ৭ জানুয়ারি পর্যন্ত।

এ বছর প্রদর্শনীতে দেখা যাবে দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক শিল্পকর্ম। চিত্রকলা, ভাস্কর্য, আলোকচিত্র, স্থাপনাশিল্পসহ নানা মাধ্যমে নির্মিত শিল্পকর্ম নিয়ে যোগ দিচ্ছেন দেশের ১৪৯ এবং বিদেশের ৩৪৪ জন শিল্পী। বাংলাদেশের ৪৫ জন শিল্পীর অংশগ্রহণে ৩১টি পারফরম্যান্স আর্ট এবং বিদেশি সাত শিল্পীর সাতটি পারফরম্যান্স আর্ট উপস্থাপন করা হবে প্রদর্শনীতে।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এশীয় চারুকলা প্রদর্শনী,প্রদর্শনী,বাংলাদেশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close