কুড়িগ্রাম প্রতিনিধি

  ২৬ অক্টোবর, ২০২২

বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত

কুড়িগ্রামে দুদিনব্যাপী সাহিত্য সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ দিনে মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা ভাওয়াইয়া গানের সুরে নৃত্য পরিবেশন করেন। ছবি : প্রতিদিনের সংবাদ

জেলা প্রশাসন আয়োজিত কুড়িগ্রামে দুদিনব্যাপী সাহিত্য সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঙ্গলবার (২৫ অক্টোবর) শেষ হয়েছে। সোমবার দুপুরে শেখ রাসেল পৌর অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন সাবেক মন্ত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর এমপি।

কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলা একাডেমির সচিব এ, এইচ, এম লোকমান, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোখলেছুর রহমান, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলী, কুড়িগ্রামের পৌর মেয়র কাজিউল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিনহাজুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। ছবি : প্রতিদিনের সংবাদ


সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলা একাডেমির সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই সম্মেলনে কুড়িগ্রাম জেলার সাহিত্য, সংস্কৃতি, কবিতা, ছড়া, পুঁথি, কথাসাহিত্য ও নাটক নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন এনাম রাজু, আব্দুল খালেক ফারুক ও সাম্য রাইয়ান।

আলোচনায় অংশ নেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, একুশে পদকপ্রাপ্ত লেখক অ্যাডভোকেট আব্রাহাম লিংকন, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ড. আনোয়ার হোসেন মণ্ডল ও সাংবাদিক মো. শাহাবুদ্দিন।

সম্মেলনে স্থানীয় কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন। মঙ্গলবার সমাপনী দিনে জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবুর পরিচালনায় ভাওয়াইয়া ও কুশান গান পরিবেশিত হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সাহিত্য সম্মেলন,কুড়িগ্রাম,আসাদুজ্জামান নূর,সাংস্কৃতিক অনুষ্ঠান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close