reporterঅনলাইন ডেস্ক
  ২১ অক্টোবর, ২০২২

দেলোয়ার হোসেন

নদী ও জীবন

এমন মানুষ বেশে হেঁটেছি আজীবন

অপরাহ্ণ কিংবা মিশকালো রাত্রিতে তৃষিত খোঁয়াড়ি ঘোর,

তোমার চোখ দেখে দেখে পথ চিনে কেটেছে বৈরাগ্য বেলা।

এক বিন্দুও এগোতে পারিনি কিংবা পেছন ফিরে দেখে

শুধুই ধুধু মরীচিকা বেশে আবেশ ধরেছে জড়িয়ে অনন্তকাল;

রশ্মিপথে প্রায়শই সুরভিত পক্ষ্মর পড়ে থাকা-

চিনে কি নিতে পারে গন্তব্য কিংবা ঠিকানা আবাস?

জলের প্রাপ্তি; বহুকাল ধরে দেখেছে আলো আর নক্ষত্র আকাশ

তবুও বয়ে চলে তমসাঘোর লয়ে নিত্য কুহক বাণে

রহস্য দিয়ে যায় চিরকাল;

সে নদীর বিরহ বুকে জলাঙ্গী খোঁজে আহার, তারপর

বনানীর বুকে উড়ে যায়, খুঁজে নেয় পালকখসা ঠিকানা তাহার;

কোথাও এমন খোঁজ আজও মেলেনি কিংবা সাদা বক হয়ে উড়তে গিয়ে

কেবলই ডানাভাঙা মন নিয়ে মৌনতা সঙ্গ দিয়ে গেছে জীবনখানি।

তোমার মন কি বিশাল নদী; সাদা বক সারি সারি

এমন ভিড়ে হারায়ে গেছি; লুকাইনি কিংবা ভুল করে

পথ ভুলে এমন পথ নেইনি খুঁজে- যেখানে তুমি নেই।

তোমার আড়াল, চৌরঙ্গির যৌবতী কোলাহল, চাঙ্গায়নীর বাহারি পসার,

আঁধারিমা কিংবা আলো এসে হাতছানিতে-

কিছুতেই ভোলাতে পারেনি আজও;

বিমুগ্ধ এমন একটা নদীতে কাটিতেছি সাঁতার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close