reporterঅনলাইন ডেস্ক
  ০৭ সেপ্টেম্বর, ২০২২

আজ সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন

সুনীল গঙ্গোপাধ্যায় (৭ সেপ্টেম্বর ১৯৩৪—২৩ অক্টোবর ২০১২)

কবি ও কথাসাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন ৭ সেপ্টেম্বর। ১৯৩৪ সালের এইদিনে ফরিদপুরে জন্মগ্রহণ করেন তিনি।

১৯৫৩ সালে সুনীল ‘কৃত্তিবাস’ নামে একটি ম্যাগাজিন বের করেন। সেটি ধীরে ধীরে সে সময়ের নতুন প্রজন্মের কবিদের জন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। এই কবিরা সবাই মিলে নতুন ছন্দ, নতুন ধারার কবিতা সৃষ্টি শুরু করেন।

এরপর তিনি কলকাতার স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান আনন্দবাজার গ্রুপের বিভিন্ন প্রকাশনার সঙ্গে কাজ করেন।

সুনীলের বইয়ের সংখ্যা দুই শতাধিক। সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে তার সাবলীল বিচরণ থাকলেও কবিতার প্রতিই ছিল তার বেশি টান। কবিতাকে তিনি বর্ণনা করেছেন তার ‘প্রথম ভালোবাসা’ হিসেবে। কবিতাতে কাহিনি বর্ণনার ক্ষেত্রে তার একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য ছিল।

২০১২ সালের ২০ অক্টোবর হৃদযন্ত্রের অসুস্থতার কারণে সুনীল গঙ্গোপাধ্যায় মৃত্যুবরণ করেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সুনীল গঙ্গোপাধ্যায়,কবি,কথাসাহিত্যিক,জন্মদিন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close