reporterঅনলাইন ডেস্ক
  ২৮ আগস্ট, ২০২২

শরীয়তপুর সাহিত্য সংসদের আলোচনা ও কবিতা পাঠ

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (২৭ আগস্ট) শরীয়তপুর সাহিত্য সংসদের উদ্যোগে কাঁটাবন কবিতা ক্যাফে কবির জীবন নিয়ে আলোচনা ও নিবেদিত কবিতা পাঠের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি মাহমুদ শফিক ও নজরুল গবেষক কবি হাসান আলীম।

সংগঠনের সাধারণ সম্পাদক কবি ও শিশুসাহিত্যিক সুপান্থ মিজানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি ও প্রাবন্ধিক কামরুল হাসান।

অন্যদের মধ্যে আলোচনা ও কবিতা পাঠ করেন—কবি নাজমুল আহসান,মো. মজিবুর রহমান, নজরুল ইসলাম শান্ত, সুলতান মাহমুদ সজীব, সুদর্শন বাছেদ, মোতালেব হোসেন, শেখ বিপ্লব হোসেন, রাসেল খান, খাদিজা বেগম কান্তা, খান নজরুল ইসলাম, হোসাইন মোহাম্মদ দেলোয়ার, দয়াল ফারুক, হোসাইন মোহাম্মদ আরিফ, সুলতান মাহমুদ ও মানিক মিঞা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কবিতা পাঠ,আলোচনা,শরীয়তপুর সাহিত্য সংসদ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close