reporterঅনলাইন ডেস্ক
  ২৭ মে, ২০২২

বুকার পুরস্কার পেল ভারতীয় উপন্যাস ‘টম্ব অফ স্যান্ড’

লেখিকা গীতাঞ্জলি শ্রীর বই ‘টম্ব অফ স্যান্ড’ ভারতীয় ভাষায় প্রথম উপন্যাস হিসেবে আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছে।

বৃহস্পতিবার (২৬ মে) লন্ডনে একটি অনুষ্ঠানে গীতাঞ্জলির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। গীতাঞ্জলি যে হিন্দি উপন্যাসটি লিখেছেন সেটির নাম ‘রেত সমাধি’। বইটির ইংরেজি অনুবাদ করেছেন ডেইজি রকওয়েল।

বিবিসি জানায়, ১৯৪৭ সালের ভারতভাগের প্রেক্ষাপট নিয়ে গীতাঞ্জলির উপন্যাস ‘টম্ব অব স্যান্ড’-এ এক অশীতিপর বিধবার পারিবারিক সুখ-দুঃখের বর্ণনা আছে। হিন্দি ভাষার একটি বই এই প্রথম ৫০ হাজার পাউন্ড মূল্যমানের এই পুরস্কারের জন্য মনোনীত হয়।

পুরস্কার গ্রহণ করে গীতাঞ্জলি শ্রী বলেন, আমি কখনই বুকারের স্বপ্ন দেখিনি। আমি কখনই ভাবিনি যে আমি পারব। কী বিশাল স্বীকৃতি, আমি বিস্মিত ও আনন্দিত। সূত্র : গার্ডিয়ান ও বিবিসি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টম্ব অফ স্যান্ড,বুকার পুরস্কার,ভারতীয় উপন্যাস,গীতাঞ্জলি শ্রী,রেত সমাধি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close