reporterঅনলাইন ডেস্ক
  ২১ আগস্ট, ২০২১

হাসান আজিজুল হককে বিএসএমএমইউতে নেওয়া হচ্ছে

ছবি : সংগৃহীত

উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে বিশিষ্ট কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।

শনিবার সন্ধ্যায় হাসান আজিজুল হকের ছেলে ইমতিয়াজ হাসান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স তার বাবার প্রধান সমস্যা। এছাড়া হার্টের সমস্যা আছে। এছাড়াও পড়ে গিয়ে তিনি কোমরেও আঘাত পেয়েছিলেন। সঙ্গে আছে ডায়াবেটিস।

এর আগে শনিবার দুপুরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে হাসান আজিজুল হককে ভর্তি করা হয়।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হাসান আজিজুল হক,বিএসএমএমইউ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close