খান মুহাম্মদ রুমেল

  ২২ ফেব্রুয়ারি, ২০২১

কাক সভ্যতা

কাকেরা সব মিলছে মোহনায় উৎকৃষ্ট উচ্ছিষ্টের নিদারুণ আশায়।

খেয়ে নেবে চেটেপুটে সভ্যতা সাবাশ

পরেছে তারা আজ প্রগতির লেবাস।

শকুনের মেলা বসে হররোজ প্রান্তে

বিষবৃক্ষ রোপণ করে চলে একান্তে।

উপরে খাওয়া তলায় কুড়ানো ঘুটেরা মিলিত ষড়যন্ত্রে মানবতার লুটেরা।

কায়দা করে লুকোনো দাঁতাল অসভ্যতা বের হবেই একদিন আসল সত্যটা!

মেঘের বরফ জমছে বিন্দু ফোঁটায়।

লেখক : কবি ও সাংবাদিক [email protected]

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কাক,কবিতা,সাহিত্য
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close