জাকারিয়া জাহাঙ্গীর

  ০৬ সেপ্টেম্বর, ২০২০

কথাসাহিত্যিক রাহাত খান স্মরণে

অনিশ্চিত লোকালয়

ধরার অধরা সুখ নিছক ‘তন্দ্রাসুখ’

ক্ষণিকালয় আঁধারে ফেলে

চলে গেলে অন্তহীন ডাকে।

কী এত তাড়া ছিল দৌঁড় দেবার!

এতটাই প্রিয় ছিল

‘অনিশ্চিত লোকালয়’—জানা ছিল না।

হে অনন্তের পাখি, অনন্য উচ্চতার কথাসৈনিক

যেখানে তোমার পুষ্প-শহর

হয়তো সেখানেই ‘এক প্রিয়দর্শিনী’

জেগে ছিল অপেক্ষার প্রহরে।

লোকালয় ছেড়ে বেশ আছো, থেকো সেভাবেই হে নিপুণ কারিগর।

লেখক : কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক

সরিষাবাড়ী, জামালপুর

[email protected]

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
স্মরণ,কবিতা,হে অনন্তের পাখি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close