নোয়াখালী প্রতিনিধি

  ২৩ অক্টোবর, ২০১৭

জিসানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন

জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদের কক্সবাজার জেলার রামু উপজেলার প্রতিনিধি দিদারুল আলম জিসানের ওপর সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চোরাকারবারী আবু বক্করের পরিকল্পিত হামলার প্রতিবাদে নিন্দা ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে নোয়াখালীর সাংবাদিকরা। সোমবার দুপুরে ২টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত বিশাল মানববন্ধন হয়।

প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি জুয়েল রানা লিটনের পরিচালনায় বক্তব্য রাখেন নোয়াখালী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, দৈনিক ভুলুয়ার সম্পাদক আলহাজ্ব কাজী এ বি এম শাহজাহান শাহীন, ডেইলী সান নোয়াখালী প্রতিনিধি আকাশ মো. জসিম, দৈনিক মানবকণ্ঠ প্রত্রিকার নোয়াখালী প্রতিনিধি লিয়াকত আলী খাঁন, এসএ টিভির নোয়াখালী প্রতিনিধি আবদুর রহিম বাবুল, বণিক বার্তার নোয়াখালী প্রতিনিধি সুমন ভৌমিক, দৈনিক নয়া পৃথিবীর সম্পাদক জাহাঙ্গীর আলম,সচিত্র সুধারাম সম্পাদক দ্বীপ আজাদ, ডিবি নিউজ নোয়াখালী প্রতিনিধি আজাদ ভুইয়া, এ বি এম কামাল উদ্দিন, ডেইলি অবর্জাবার জেলা প্রতিনিধি মুলতানুর রহমান মান্না, আমাদের কণ্ঠ নোয়াখালী প্রতিনিধি নাছির উদ্দিন শাহ নয়ন, দীপ্ত টিভি জেলা প্রতিনিধি মাওলা সুজন, চ্যানেল নাইন জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান, যমুনা নিউজ জেলা প্রতিনিধি মোতাছিম বিল্লাহ সবুজ, চ্যানেল আই নোয়াখালী প্রতিনিধি আলা উদ্দিন শিবলু, দৈনিক করতোয়া জেলা প্রতিনিধি সবুজ আদনান, এটিএন নিউজ জেলা প্রতিনিধি আরেফিন শাকিল, দৈনিক বর্তমান জেলা প্রতিনিধি আ স ম হোসাইন উদ্দিন প্রমূখ। বক্তারা বলেন, গত বৃহষ্পতিবার রামু উপজেলার শিকলগাটা ব্রিজ এলাকায় প্রতিদিনের সংবাদ প্রতিনিধি দিদারুল আলম জিসানকে নির্মমভাবে কুপিয়ে প্রাণেহত্যার চেষ্টা করলেও পুলিশ আজো সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চোরাকারবারি আবু বক্করকে গ্রেফতার করেনি। তারা সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চোরাকারির হোঁতা আবু বক্কর কে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার দাবিন।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সাংবাদিক জিসানের ওপর সন্ত্রাসী হামলা,মানববন্ধন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist