চাটমোহর (পাবনা) প্রতিনিধি

  ২২ অক্টোবর, ২০১৭

রাজশাহী-ঢাকা ট্রেন চলাচল স্বাভাবিক

প্রায় পাঁচ ঘণ্টা পর ঢাকার সাথে রাজশাহী ও খুলনার ট্রেন চলাচল শুরু হয়েছে। পাবনার চাটমোহরের চাদামারা ব্রিজের পাশের রেলপথ দেবে গিয়ে উত্তর ও দক্ষিণাঞ্চলের সাথে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রোববার সকাল সাড়ে ৬টা থেকে ওই পথে ট্রেন চলাচল বন্ধ ছিল।

চাটমোহর উপজেলার গুয়াখড়া রেলস্টেশনের পুটার রমজান আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গত তিনদিনের অবিরাম বৃষ্টিপাতে চাদামারা ব্রিজের দুপাশে কাছে রেল লাইনের প্রায় ৫০ ফুট দৈর্ঘ্য এলাকার মধ্যে দেড় ফুট দেবে যায়। আজ সকালে লালমনি এক্সপ্রেস যাবার পরপরই এই ঘটনা ঘটে। এরপর লোকাল ট্রেন রাজশাহী এক্সপ্রেস (ডাউন ৫৫১) ঢাকা যাবার পথে ঘটনাস্থলে আটকে যায়। এই ঘটনার পর থেকেই ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

পাকশী রেলওয়ে বিভাগের ডিআরএম অসীম কুমার তালুকদার জানান, অতিবৃষ্টির কারণে লাইনের নিচের মাটি নরম হয়ে গেছে। বৃষ্টির কারণে ঝুঁকিপূর্ণ হয়ে যায় রেলপথ। ফলে দেবে গেছে। পরে সকাল ৯টা থেকে মেরামত কাজ শুরু হয়। পরে লাইন মেরামত করার পর দুপুর সাড়ে ১১টা নাগাদ ট্রেন চলাচল শুরু হয়।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ট্রেন চলাচল,রাজশাহী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist