নড়াইল প্রতিনিধি

  ২৫ সেপ্টেম্বর, ২০১৭

নড়াইলে ২ ঘণ্টায় ৬ লক্ষাধিক বৃক্ষ রোপণ

ক্লিন নড়াইল, গ্রীন নড়াইল গড়ার লক্ষ্যে নড়াইলে ২ ঘণ্টায় ৬ লক্ষাধিক বৃক্ষের চারা রোপণের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী। উদ্বোধনের পর সকাল ১০ থেকে ১২টার মধ্যে ২ ঘণ্টায় জেলায় ৬ লক্ষ ফলজ, বনজ, ঔষধী, শোভাবর্ধনকারী বৃক্ষের চারা রোপণ করা হয়।

জেলার ৩টি উপজেলার ৩টি পৌরসভা ও ৩৯টি ইউনিয়নের সড়ক, বাঁধ, নদীর তীর, শিক্ষাপ্রতিষ্ঠান, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অফিস, এনজিও, বেসরকার বিভিন্ন প্রাঙ্গণ, বসতবাড়ি এবং খোলা জায়গায় এ চারা রোপণ করা হয়। এরমধ্যে সদর উপজেলায় ২ লক্ষ ৩০ হাজার, লোহাগড়া উপজেলায় ২ লক্ষ ১০ হাজার এবং কালিয়া উপজেলায় ১ লক্ষ ৮০ হাজার বৃক্ষ রোপণ করা হয়েছে। এতে জেলার সকল শ্রেণির মানুষ অংশগ্রহণ করে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ-পরিচালক সিদ্দিকুর রহমান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি আলমগীর সিদ্দিকী প্রমুখ

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নড়াইল,এমদাদুল হক চৌধুরী,বৃক্ষ রোপণ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist